এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন আবেদনের সময়সীমাঃ ২৯ নভেম্বর তারিখ থেকে ৫ ডিসেম্বর তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। আর যাদের পুনঃনিরীক্ষার করার জন্য টেলিটক সিম নেই তাদের জন্য আমার পক্ষে থেকে থাকতেছে বিশেষ সুবিধা.! যা পোস্ট এর নিচে বলে দিয়া হবে.! তার জন্যে যা যা লাগবেঃ ★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব) ★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ ...
Posts
আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন। আজকে আপনাদের জানাব, ল্যাপটপ কেনার আগে যে যে বিষয়গুলো জানা অত্যান্ত জরুরি।। অনেকে না জেনে না বুঝে ল্যাপটপ কিনি,এবং পরে বুঝতে হয়। তাই আজকের আর্টিকেলটি পড়লে, ল্যাপটপ কেনার আগে কোনো ঝামেলায় পড়তে হবে না। বর্তমান এই ডিজিটাল যুগে কম্পিউটার এর গুরুত্বপূর্ণ অপরসীম। তবে ডেক্সটপ থেকে আমরা ল্যাপটপকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারন, ল্যাপটপ সহজে যেকোন জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। এবং ডেক্সটপ থেকে ল্যাপটপে অনেক বেশি সুবিধা থাকে। অনেক সময় বেশি দাম দিয়ে আমরা লো-কোয়ালিটি ল্যাপটপ কিনে থাকি। কিন্তু আজকের আর্টিকেল পড়লে,ল্যাপটপ কেনার আগে আর ভাবতে হবে না,যে ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় ভাবা উচিৎ। কথা না বাড়িয়ে শুরু করা যাক। ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা উচিৎঃ ১) ডিসপ্লেঃ – ল্যাপটপ কেনার আগে ডিসপ্লে সম্পর্কে আগে ভাবা উচিৎ। আপনার কেমন ধরনের ডিসপ্লে প্রয়োজন। কারন অনেক সময় দেখা যায়,বড় মাপের ডিসপ্লে ওয়ালা ল্যাপটপ বহন এনং অন্যান্য কাজে ঝামেলা হয়। এছাড়া ও বাজা...
হোস্টিং এর কোয়ালিটি একটি সমন্বিত বিষয়। মানে অনেকগুলো টেকনিক্যাল দিক ভালোভাবে একসাথে পারর্ফম করলে আপনি ভাল পারফরমেন্স পাবেন। যাই হোক আপনাদেরকে একটি টেকনিক দেখাচ্ছি। যা দিয়ে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার হোস্টিংটি কেমন: প্রথমে আপনাদের সিপ্যানেলে ১টি সাবডোমেইন বানিয়ে নিন অথবা ১টি ফোল্ডার বানান এখন softaculous দিয়ে Fresh wordpress ইনস্টল করুন। wpbenchmark (WordPress Hosting Benchmark tool) প্লাগইনটি এড এবং এক্টিভেট করুন অত:পর Run benchmark করুন। এটি আপনাকে আপনার হোস্টিং সার্ভারের যেসব বিষয় জানাবে তা হলো : CPU & Memory : অনেক হোস্টিং কোম্পানির সার্ভার overloaded থাকে। এটি দিয়ে বুঝতে পারবেন সার্ভার overloaded কিনা Filesystem: অনেকে SSD বা NVMe দাবি করে। এখানে যদি ৩০০ MB/s নিচে দেখেন তাহলে এটি SSD নয়। আর এটি যদি ৮০০ MB/s নিচে দেখেন তাহলে এটি NVMe নয়। যত বেশি হবে ডিস্ক তত ভালো । আর ডিস্ক স্পিড বেশি হলে entry processes, cpu কম হলেও সাইট স্লো হবেনা Database: Database পারর্ফমেন্স এর উপর সাইট স্পিড নির্ভর করে। এখানে Database পারর্ফমেন্স দেখতে পাবেন Objec...
আজকের পোষ্টে আমরা জানবো ডোমেইন কি? হোস্টিং কি? কিভাবে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ডোমেইন – হোস্টিং কিনতে পারেন এবং ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। আনলিমিটেড ক্লাউড হোস্টিং ৫০০ টাকায় পেমেন্ট (নগদে বা বিকাশে) এবং ওয়াডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়া। ডোমেইন কি? সহজ কথায়, ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের ইউনিক নাম।এই নামটি ব্যবহার করে সকল ইন্টারনেট ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি দেখতে পারবে। যেমন trickbd.com এটি trickbd এর ডোমেইন নেম এবং .com হলো এক্সটেনশন তাই নামটি ব্যবহার করে আমরা খুব সহজেই ট্রিকবিডি ওয়েবসাইটে ভিজিট করতে পারি। হোস্টিং কি? হোস্টিং হলো একটি ওয়েব সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য রাখা হয়।অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিডিও, অডিও, ইমেজ এবং কনটেন্ট রাখার জন্য একটি জায়গার প্রয়োজন হয় আর এই জায়গাকেই হোস্টিং বলা হয়। হোস্টিং এর কয়েকটি প্রকারভেদ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হোস্টিং এর নাম গুলো নিচে দেওয়া হল। শেয়ারড হোস্টিং ( Shared Hosting ) শেয়ার্ড হোস্টিং এ একটি ওয়েব সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট কানেক্ট থাকে। এখানে হোস্টিং প্রোভাইডার একি র্যাম, হার্ড...
কার্ড থেকে বিকাশ-এ ৫০০ টাকা অ্যাড মানি (কার্ড টু বিকাশ) করলে ৫০ টাকা ক্যাশব্যাক। তো আর দেরি কেনো, এখুনি নিয়ে নিন ৫০ টাকা ক্যাশব্যাক।
স্বাগতম! শুরু করছি আজকের পোস্ট। আজকের পোস্ট টা হচ্ছে বিকাশ এর অফার নিয়ে । বিকাশ কিঃ বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধার আওতাধীন ও বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট এবং অর্থ স্থানান্তর পরিষেবাগুলি নিরাপদ, সুবিধাজনক এবং সহজ উপায় সরবরাহ করে। বিকাশ ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং মানি ইন মোশন এলএলসি, ইউএসএ এর একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে। আজকের অফার হচ্ছে বিকাশ এ কার্ড থেকে ৫০০ টাকা এ্যাড মানি করে নিয়ে ৫০ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক পাবেন এ্যাড মানি করার পরবর্তী কার্যদিবসে। – কার্ড টু বিকাশ-এ ৫০ টাকা ক্যাশব্যা কার্ড থেকে বিকাশ-এ ৫০০ টাকা অ্যাড মানি (কার্ড টু বিকাশ) করলে ৫০ টাকা ক্যাশব্যাক, ১ বার ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে। অফারটি শুধু ২৮ নভেম্বর, ২০২২ এর জন্য প্রযোজ্য। তবে এই অফার সবার জন্য নয়। যাদের বিকাশ-অ্যাপে নোটিফিক্যাশন আসছে অথবা এসএমএস আসছে তারাই কেবল এই অফার এর জন্য এলিজিবল থাকবে। তাই অফার টি নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিবেন। এখন প্রশ্...