আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz এ CSS ব্যাবহার করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । আজ ওয়াপকিজে CSS শেখানোর ২য় পব । আগের দিনে CSS তৈরি করা শিখিয়েছিলাম । আজ এর কাজটা শিখিয়ে দেব । তাহলে অনেক কাজই তৈরি করতে পারবেন । তো চলুন শিখে নেওয়া যাক । » প্রথমে Panel mod এ যান ও Html code অপশনে ক্লিক করুন । » এখন আপনি আপনার কোডটি অথবা টেক্সট বসিয়ে দিন । যেমন আমি দিয়েছি । » তারপর Div class অপশনে আপনার দেওয়া classname দেখতে পারবেন । Classname টি সেলেক্ট করুন । যেহেতু আমি তৈরি করেছিলাম muhit দিয়ে । তাই আমি Muhit সেলেক্ট করেছি । » তারপর দেখুন CSS অনুযায়ী ব্যাকগ্রাউন্ড লাল ও ফন্ট সাদা হয়েছে । তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ও ফন্টের জন্য কোন কোড বসাতে হয় নি । এভাবে অনেক Html এ একই CSS ব্যাবহার করতে পারব...
Posts
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ । আশা করি সকলে ভালো আছেন । অনেকদিন পর আবার একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম তো বেশি বকবক না করে আসল টপিক নিয়ে কথা বলি । চলুন শুরু করা যাক…… আজ আপনাদের জন্য একটি SPECIAL (DNS) ট্রিক নিয়ে হাজির হলাম । এটি একটি প্রিমিয়াম সার্ভিস । এবং আমার দেখা লাইফে বেস্ট বেস্ট (DNS) SERVICE.. এই টি প্রিমিয়াম সার্ভিস হওয়ার কারনে এর মধ্যে PREMIUM > AD-BLOCK এর পাশাপাশি আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবেন । এই DNS আপনি ফুল মোবাইল /পিসিতেও ব্যবহার করতে পারবেন । আবার আপনি চাইলে স্পেসিফিক কোন ব্রাউজারেও ব্যবহার করতে পারবেন । যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনি ফুল ডিভাইসকে বিরক্তকর Ads মুক্ত রাখতে সেটা ইউটিউব হোক অথবা গেমস । আপনি সেটা একটা DNS ব্যবহারের মাধ্যমেও করতে পারবেন । অথবা আপনি শুধু মাত্র কোন ব্রাউজার কে ads মুক্ত রাখতে চাচ্ছেন মানে বিভিন্ন ওয়েবসাইটে ডুকলে Ads দেখায় ঐগুলাও বন্দ করে রাখতে পারবেন । এতে করে আপনার ব্রাউজারের স্পিড বেড়ে যাবে । এবং আপনাকেও আর আলতু ফালতু Ads এর ঝামেলায় বিরক্ত হতে হবেনা । আর হ্যা আপনার বাসায় যদি ...